"আনন্দের দিনেও বিষাদের ছাপ বড় বেশি স্পষ্ট,
কেবলই মনে হয়, কেন যেন বড় যে বেশি স্পষ্ট !
কাজলের রেখা মুছে যেতে থাকে, ফুটে ওঠা সেই জলের দাগে,
সারাটি ভোরবেলা শূন্যতায় ভোগে শুধু কোন এক বিষন্ন রাগে..."
অক্ষর স্পষ্ট হতে থাকে, কাগজের বুকে | আর সেই সাথে অনেক দূরে কোনো এক নাম না জানা গাঁয়ে নদীর বুকে ঢল নামতে থাকে | কোনো এক অনুচ্চারিত ক্ষণের পদাবলীর উৎসব |
লিখে ফেলা একটা চিঠি ছিঁড়তে ঠিক কতক্ষন লাগে ? বড়ো জোর এক বা দুই মুহূর্তের মধ্যবর্তী কোনো গোনা গুনতি সময়ের কথকতা | ঠিক কতক্ষণের জীবন তার ?
সময় থেমে থাকে ঠিক সেখানটাতে | দ্বিধাগ্রস্থ সময়ের পদাবলী |
ক্ষমায়, অনুভবে |
২-১২-২০২১