এই শীতে ফের  ঠান্ডা পড়বে, সাদা বরফ, সফেদ আলোয় ঢেকে যাবে চতুর্দিক
শ্বেতশুভ্র  বরফ খুঁড়ে তোলা হবে  , সময়েরই হিসেব মতো  ঠিক অথবা বেঠিক |
কাঁপন লাগা ঠান্ডা হাওয়ায় জমে যাবে উষ্ণতারই ওম ভরা সে সকল  আঁচ ,
হালকা হেসে সূর্য তবু  নাইবে গগন সুদূর পারে , পারিস যদি এখনো বাঁচ |
যে সুর বাজে আমার প্রাণে , তোমার প্রাণে শীতের দিনে খেজুর রসের মিঠেয়
সেই তো জানি বাঁচিয়ে রাখে , কনকনে সে ঠান্ডা হাওয়ায় , সকল রুদ্ধ গিঁঠেয় |