তুমি খালি পায়ে উঠোনে হাঁটো
একই সাথে ডাক,' চৈ, চৈ, চৈ !'
হাঁস , মুরগিগুলো ছুটে আসে
এইটুকুই জানি , মনে পড়ে !
ইদানীং তোমার বেশ শরীর খারাপ থাকে
তোমায় খুব খবরের কাগজ পড়তে দেখতাম !
খুঁটিয়ে সমস্ত বহির্জগতের খবর পড়তে তুমি |
ইচ্ছে হলেই তোমার উঠোনটা এক টুকরো বিশ্ব হয়ে উঠতো !