আমি তোমাকে দেখছিলাম
পুরোনো বন্ধুত্বের সুবাদে
তুমি একটি সাফল্যের গল্প
আর আমি একটি অনিবার্য ব্যর্থতার |
আমি আরো শুনছিলাম
পেটে ক্ষুধা থাকলে শিল্প থাকে না
নিতান্ত রূঢ় সত্য কথন
জীবনে এতটা নিষ্ঠুর না হলেও চলে বোধহয় |
আমি আরো ভাবছিলাম
শিশু মুখের আবদার মাখা কণ্ঠ স্বরে
নতুন কোনো এক গল্পের বায়না...
আজ সত্যি বাঁশিওয়ালার দিন ছিল বটে !
কাটাকুটি আর কুটিকুটি ,অনুভূতির খুনসুটি
প্রলাপে, আলাপে আর প্রবল প্রতাপে
সন্তাপের কোনো দ্রবণে |