আধো আবছায়ে স্বপ্ন দেখে যাই অবিরত
স্বপ্ন দেখি গোছানো তকতকে জীবন, সঙ্গত |
ঝুম বৃষ্টির স্বপ্ন জমে আলতো চোখের পাতায়
দামাল বাতাস কাঁপিয়ে দিলে স্বপ্ন জড়ায় কাঁথায় |
রাতের হাওয়ার কম্পনে, শিশুবক্ষের স্পন্দনে , মনে হয়
একটি দিনই মাত্র আর হাতে, একদিন ই মাত্র আছে সময় !
প্রশ্নটাতো খুবই সহজ , ধাঁ ধাঁ গুণের বহর , বোঝা যায়
উত্তর দিতে সময় পাইনি , ঢিল সজোরে , আড়ি র দায় ?
স্বপ্ন তোমার হাতের মুঠোয় বন্দি বলে ভাবো যদি, প্রতাপে
তোমায় তবে চাইনি জেনো, পাইনি কভু শোকে ও সন্তাপে |
ব্রাত্য স্বপন , তুচ্ছ জীবন, দোষাও যদি অষ্টপ্রহর, চরিত্রের
যুঝতে দিও স্বপ্ন পূরণ আমার করে , চাইনি সমন পবিত্রের |