তোমাকেই বলে রাখি,
গভীর আনন্দের ভেতর একধরণের হারিয়ে ফেলা দুঃখবোধ আছে
এবং বোধের ভেতরে , এ নিয়ে
বেশি কথা বলা সম্ভব হয়না, অনুভূতি যতখানি সংজ্ঞায়িত , ততটাই ক্লিশে।
গভীরতা বা গাম্ভীর্য, এর চাইতেও বেশি
বোধহয় নীরব উপলব্ধির সহাবস্থান প্রয়োজন জীবনে।
আমার বা আমাদের, এসব বলবার দিন
ফুরিয়ে এলো বলে, প্রগতি এখন তরতরিয়ে তোমাদের পৃথিবী গড়বে শুধু,
কষ্ট বা বিষাদের বাইরে,স্বগত অনুভূতির
ক্ষণজন্মা সার্থকতাকে ছাপিয়ে, সে পৃথিবী শুধুই তোমাদের, একান্তে।
সেখানে আমি তোমার হতাশা ,যখন
আমার উৎসাহ তোমায় পায়নি,
নীরব ইচ্ছেগুলো পারিজাতের ঘ্রান নিয়ে আসেনি স্বর্গের নন্দনে
নীলাম্বরী আকাশের নীচে ,
আমরা বা আমাদের পৃথিবী , রাতের আলো ঝলমলে নগর সৌন্দর্যের প্রতিযোগীতার নাম , বিভ্রান্তির ...
ভুলে কেউ বাড়ী ফেরে নি আজও,
তবে ভুলে গিয়ে ফিরতে পারে,
বাড়ী তার আজও খুঁজে ফেরে পথিক নিশ্চয়ই।
জুলাই ১৩ ,
টেক্সাস