জানা হয়নি অনেক কিছু, বলতে চাওয়ার প্রহর জুড়ে
শব্দ চয়ন ,যোজন যোজন,বাঙ্ময়  ক্ষণজন্মা সুরে।
সুরেতে চাই  শব্দের জোর, প্রবল জ্বর সে কবির প্রাণে
জ্বরের ঘোরে, বিহ্বল সুর ,ছাপিয়ে ওঠে দিন জাগরণে।  
দিন বদলায়, দিনের স্বপন, রেশ রাখে দিনান্তের কোল
আকাশ কুসুম,অরূপ রতন,একরোখা জেদ, সাধনের ফল।
একলা পথে হাঁটতে গিয়ে , স্বগত হাজার পুরোনো কথা  
জোর পাঁচিলের গল্প অটুট , হাত বাড়াতে তবু কি দ্বিধা?      


তেসরা জুলাই , ২০২১