খোকন, খোকন ডাক পাড়ি , তুমি কোথায় গেলে খোকন ?
স্বপ্নমুখী নাগরদোলা, চক্র থামাও ,এই করছি তোমায় সমন |
স্বপ্ন আমার পাপের দোসর ,সে অতীতমুখী কর্ম ফলের রেশই
তোমার ভাষ্য এমনতর,আমি ছাড়া কেই বা জানে তার বেশি ?
ব্যস্ত মানুষ ; ক্ষ্যাপা ফানুস , ফোঁসফোঁস করে জ্বলে অষ্টপ্রহর
আর পারিনি , করতে ঠাহর , তুফান মেলে সেই চৌহদ্দির খবর |
কথা ধায় যে কথার পিঠে , আপ্তবাক্য উচ্চারণের আয়াসে
শূন্যে ভাসে তোমার ত্রিকাল ,অতীতেরে বিস্মরণের প্রয়াসে |
আসর জমায় তোমার হিসেব, ঠান্ডা সকল বিসংবাদে , বিলকুল
প্রতিপাদ্য মুশকিল আসান , পূর্ব কালের ধারাপাতের তিনকূল |
সবই যদি পূর্ব পাপে , তুমি কি তবে ইতি নেবে, আজই তড়িঘড়ি ?
ইচ্ছে সমন ইচ্ছে পূরণ, প্রবল ইচ্ছে তোমার উড়ছে গোঁত্তা ঘুড়ি |