জীবন বড় অদ্ভুত !
মৃত্যু সংবাদ পেলাম
পাচ্ছি ...
অহরহ , অবিরত |
এর মধ্যেই জীবন যাপন
ক্ষুধার সাথে বসবাস |
জীবনের কি রং আছে?
সকালের আকাশের মত ?
যা ছোঁয়া যায়না , নেয়া যায়না
শুধু থাকে .. মনের ভেতর |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.