তোমার ,আমার চলতে থাকা , বলতে থাকা,
চলতি পথের কোনো বাঁকে
কথার পিঠে কথা আসে, বর্ণমালার বর্ণচ্ছটা,
স্বপ্ন রঙের আবীর আঁকে।
বলতে চাই আজ অনেক কিছু ,আটকে যাই
বিবিধ ভাষ্যে শেষে , অবিরত
প্রশ্ন থাকে নানাবিধ , প্রকৃতি বোধসংক্রান্ত,
নীতিগত আলাপে জর্জরিত।
প্রলাপের মাত্রাও উর্দ্ধমুখী, প্রচুর সংলাপে
মুমূর্ষু এক কবিতার পংক্তি
জীবন তুখোড় দাবাড়ু সাজ, হেরে যাই হররোজ,
শূন্য হিসেবের কড়াক্রান্তি।
বারেক পৌষে - মাঘে , মূষিক কিংবা বাঘে,
স্বপনে ডরায় যে বড় স্বরূপে !
ভাবছি আয়নাটা সরাতে হবে, জ্বালাতন,
কত আর হয়রান তাসের তুরূপে ?