জীবন বেঁচে থাকে তবুও
এক টুকরো মেঘের মতন ,
হঠাৎ ঝোড়ো বৃষ্টির মতন
ডুবিয়ে দেয় আশৈশব স্বপ্নে |
গানের মতো , স্বপ্নের মতো,
ক্ষয়ে যাওয়া জীবনও বাঁচে ,
যা বলা হয়নি ,তা বেঁচে থাকে
পরম পাওয়ায় , গহীন কোনে |
যে পৃথিবীতে জীবনযাপন
ক্ষয়ে যাওয়া রঙের আভাসে,
সে পৃথিবীতেও বৃষ্টি নামে,
বাঁচবার কোনো এক তীব্র প্রয়াসে |