অনেক আগের কোনো এক দিনে
নিস্তরঙ্গ ঘটনা প্রবাহের দোলায় দুলতে দুলতে....
ক্ষুধা আর বিবমিষার মধ্যবর্তী স্তরে থাকতে গিয়ে ....
তুমি আঁচড় কেটেছিলে বালির ওপরে , দিনান্তের আলোয় ,
যাপিত জীবন আলংকারিক |
এখন তুমি কেমন আছো ?
তুমি কি ভাসমান সে সত্যে এখনো বিশ্বাসী ?
না জলে ভেসে ভেসে নেবে তোমার বারুদ স্ফূলিঙ্গ?
যাপিত জীবন …
তুমি কি নিরাময়যোগ্য ?