রবি করে , রবি স্বরে , চোখের মায়া, হৈমন্তী মাত্রাবোধে , কেবল শুধু তোমার বলে
রবির আলো চন্দ্রালোকে ছদ্মবেশী রবির আলো , জানিয়ে গেল
একখানা মেঘ ভেসে এলো আকাশে , শুধুই আকাশ সুসংহত, ধাবমানতায়
রবির বলে , রাকার বলে , আকাশ বলে, আমায় নিয়ে তোমার বলে
বৃষ্টিজলে (বৃষ্টি শুধু ) কপোল জুড়ে নামবে তলে আমার বলে
প্রবহমান মলয় শুধু (শুধুই মলয়) বক্তা কোনো অনুভবের প্রচ্ছন্নে সে শ্রোতা বলে
জনৈক এক গায়েন এসে স্বরলিপির (শুধুই  গীতে গায়েন বলে), জনৈক সে অন্যতম, অনুমিত কাফেলাতে
বৃষ্টি বলে, মলয় সমীর , প্রবহমান, গাইবে  সে এক, গায়েন বলে , তোমায় বাসে, বাসবে বলে
এই পৃথিবী হৃদয় গুঁড়োয় ( শুধুই সেথা পৃথিবী বলে ), হৃদয়গ্রাহী সত্যকথন নয় বলে তাই
অতীতমুখীন অতীত বাঁকে (শুধুই অতীত ) কাঁদতে থাকে, কাঁদবে বলে।
শুধুই সময় ( শুধুই সময় ) অনাকাঙ্খিত শর্তস্বরূপ, সময় শর্তে  সময় বলে
পৃথিবী সে পার্থিব তার , অতীত মুখী , ভালোবাসার বোধ এর প্রচ্ছন্ন ভালোবাসার বোধ সে বলে
রবি করে , রবি স্বরে , চোখের মায়া, হৈমন্তী মাত্রাবোধে , কেবল শুধু তোমার বলে
রবির আলো চন্দ্রালোকে ছদ্মবেশী রবির আলো , জানিয়ে গেল
একখানা মেঘ ভেসে এলো আকাশে , শুধুই আকাশ সুসংহত, ধাবমানতায়
রবির বলে , রাকার বলে , আকাশ বলে, আমায় নিয়ে তোমার বলে।

আজ ২ জ্যৈষ্ঠ ১৪৩১

Lyrics
It's just the sun that's shinin' in your eyes
It's just the moon that is the sun's disguise
Just the sky with clouds a-blowin' by
The sun and the moon and the sky, and you and I
It's just the rain (just the rain) that's rollin' down my cheek
It's just the wind (just the wind) that makes me hear you speak
It's just the song (just the song) that anyone can sing
The rain and the wind and the song and the love you bring
It's just the world (just the world) that gonna break your heart
It's just the past (just the past) that's tearin' us apart
It's just the time (just the time) we have so little of
The world and the past and the time that we fell in love
It's just the sun that's shinin' in your eyes
It's just the moon that is the sun's disguise
It's just the sky with clouds a-blowin' by
The sun and the moon and the sky, and you and I