কেমন আছো ? কেমন আছি? কেমন সময় কাটে ?
চলতি হাওয়ার ঘূর্ণি বাতাস , কোন সে পথের বাঁটে ?
কেউ থেমে নেই , কেউ বসে নেই জীবন চলার পথে
তবুও হঠাৎ জীবন মেলে , সেই অনেক আগের রথে |
যদি শুধাও , কি চাই তোমার ? জীবন যে ব্যস্ত ভারী !
কি দেব আর ? সেই কথার নাটাই ! ইতি, পুরনারী |