-তুমি এখন শহুরে খুব,
গান নিয়ে অনেক সাফল্যও , আর তুমি বিপত্নীক,
- বেশ তো ! এতো খবর রাখো?
- মোড়ের চায়ের দোকানে নিয়মিতই ঝুলছো !
ইচ্ছে না থাকলেও নেয়া হয় আর কি !
-আমার কথা ছেড়ে দিও। শুধু চায়ের দোকান হলে অসুবিধে নেই।
তোমার খবর বল।
-আমার রবীন্দ্রনাথে যুঝছে এখনো।
তবে এখনো কবিতা পড়ে মুগ্ধ হয়ে বুঝি , জানোই তো!
-যা দিনকাল , ধীরে বোঝাই ভালো।
খুব ব্যস্ত আর গতিতে আক্রান্ত সব, সবকিছু। জীবন, দায় তার।
আমার দৃষ্টি তোমাকে নিরীক্ষণ করলো।
বোঝার আগেই না চিনবার অসম্ভব তাড়না নিয়ে , হায়! অসম্ভব এই ভীতি, অতঃকিম
চিনতে গিয়ে ছায়ার আদিম , বড় অসম্ভব এই তাত্বিক হিম, হয়তো বা ঘোড়ারই ডিম !
তবু জানি মুক্তি নেই, চাইনিও আর মুক্তির নাম,
দাম দিয়ে তাই সে এক পানসে বিকেল কিনলাম,
সে বিকেলে সূর্যি যাবে পাটে,
তোমারও উড়তে থাকা দামাল জীবন জুড়ে ,উড়নচন্ডী সময়ের খেরোখাতা
শুধু শুভেচ্ছায় বাড়ী যাবে সেও,
গায়েন এখনো স্বপ্নে আসে, তবুও ঝাপসা তরাসে, ভরা বর্ষার ছিন্ন পাতা।