প্রত্যাশার মতো জীবনের স্বপ্নগুলো
সবসময় সফল হয়না বটে ,
তবে ইচ্ছেপূরণের চাবিকাঠিও কিন্তু মানুষের হাতেই |
তবে সেটা অনেকটা দাতব্য সংস্থাগুলোর মতো
জীবনের সাথে এককালীন সম্পর্কে অনেকখানি বিশ্বাসী ,
ঘটে যাওয়া একেকটা ব্যর্থতা আত্মবিশ্বাস গুঁড়িয়ে দেয়
একেবারে স্থায়ীভাবে , উঠে দাঁড়াবার শক্তি পর্যন্ত আর অবশিষ্ট থাকে না |
ঘোলাটে , বিদঘুটে , বিস্বাদ সেসব পর্বে জীবনে নিখাদ ভালোবাসার প্রয়োজন ,
অমিত আর কুণ্ঠাহীন |
ভুলে যাচ্ছি অনেককিছু | ভুলে যাচ্ছি প্রতিনয়ত |
ভুলে যাচ্ছি শপথ, ভুলে যাচ্ছি কৃতজ্ঞতা ,
ভুলে যাচ্ছি ভালোবাসার সংজ্ঞা, ভালো থাকবার সংজ্ঞা |
বৃষ্টির মধ্যে একা হাঁটতে হাঁটতে ভুলে যাচ্ছি ছাতার কথাও |
সকলের জীবনেই গন্তব্য প্রয়োজন,
উচ্চতায় স্থায়ী এবং সবল এবং প্রত্যাশায় প্রবল ,
আরাধ্য প্রাপ্তি যেখানে যোগসূত্র ঘটায় বৃহত্তর অর্থেই জীবনের সাথে |
ভুলে যাচ্ছি সেসব কথাও অনেকের ভীড়ে হাঁটতে হাঁটতে |
সবকিছু শেষ হয়ে গেলে গাঢ় অন্ধকারে যে যবনিকাপাত হয়,
সেখানেও সূর্যোদয়ের প্রত্যাশা থাকে , সেটা সত্যি বলেই বোধহয় |
কখনো কখনো ভুলে যাওয়া বড় বেশি প্রয়োজন বেঁচে থাকবার জন্যেই |