গল্পটির শুরু সেখান থেকে ,
যেদিন তুমি পরিবার সহ বেড়াতে এলে।
আমার সাধ্যের মধ্যে সবচাইতে সৌন্দর্য
যে বিছানার চাদরের সুতোর সেলাইয়ের মাঝে ছিল
সে চাদর আমি পেতে রাখি, তুমি শোবে, তোমার স্বামীকে নিয়ে।
তোমার বাংলাদেশে যাবার পাসপোর্ট , কিছু জটিলতা হয়তো
আমার আশ্চর্যতম সময়ে তুমি আমাকে, মাছের কাবাব দাও
তুমি, আমার অতিথি, আমাকে মাছের কাবাবের কিংকর্তব্যবিমূঢ়
মাছ, তেল, শিল, নোড়া ইত্যাদির প্রতিটি অনুষঙ্গে পেতে পারো, পাবে।
আমার ইদানিং খুব মনে হয়, কাবাব থেকে মাছটি আশ্চর্যতম গতি আর সৌন্দর্যে
লাফিয়ে পড়লো গহীনতম সমুদ্রের ঘন নীলে
কিন্তু যাবার আগে অনুক্ত ভাষায় প্রশ্নটি ছিল , হয়তো বা কেবলই আমার জন্য ,
তুমি কি খাব্বাবের কষ্টগুলো চেনো?
যাঁর পিঠের চর্বি, গলে গিয়ে তাঁর শরীরের আগুনের গল্পটি স্তিমিত হয় ?
স্তিমিত হয় ইব্রাহীমের জন্য জ্বলন্ত অগ্নিকুন্ড ,
আর হাঁপরে দম দেয়া হয় মহাবীর যুলকারনাইনের জন্য,
যিনি অভ্যন্তরস্থ ইয়াজুজ -মাজুজ কে সংযত রাখেন, আজীবন !
https://www.alim.org/history/prophet-companion/3/
https://www.alim.org/history/prophet-stories/6/13/
https://en.wikipedia.org/wiki/Dhu_al-Qarnayn