জীবনের ভাষা ক্ষুরধার
আসতেও কাটে, যেতেও
তক্ষক রাত্রি ঝুম গভীর
রোদ ঝলমলে প্রহরে  |

আমি তোমার ভাষা
এখনো বুঝিনা পুরোপুরি
উচ্চমার্গীয় সভ্যতা
আর কুচুটে আধুনিকতা...

হঠাৎ বেড়ালের মতো
ফিসফিস হিসহিস করে বলে ...
কিছু চাইবার ছিল কি
কোনো কিছুর বদলে ?