খুব একান্ত প্রহর মাঝেও
আপন কোনো কষ্ট ঘটে
যায়না বলা সকল খুলে
হয়না ব্যক্ত অকপটে |
সেখানে মোর পড়ার টেবিল
খাতার পরে আঁকি বুঁকি ,
কাগজ কলম , হলদে কালি
নোট বই আর টুকি টাকি
আসবে তুমি আসবে কবে?
প্রহর গণি বসে বসে
দীর্ঘ প্রহর, ছেদ পড়েনা
ভঙ্গুরতা কিসের দোষে ?
তোমার কথা, তোমার ব্যথা
তোমার থাকুক তোমার মতন
যায়না নেয়া যায়না দেয়া
ব্যথার মাপে আদান প্রদান |