তুমি আমাকে মার্কিন কবিতার আদ্যোপান্ত শেখাও ,
LGBQT মার্কিন কবিতার আগুনঝরা সাংঘর্ষিক এক বোধগম্যতা,

তখন ভুলে যেওনা , আমিও তোমায় দেখি
তুমি কখনো বলোনা, তাদের বর্ষীয়ান
কবিটিও ছাড় পাননি কেন?

ফ্রি হেলথ কেয়ার, সরকারী ভর্তুকী
এসব , তাদের নির্বিশেষে বিশেষ করেনা কেন?

তুমি বলবে, বিদ্রোহী কবিটি জ্বালাময়ী স্বরে বিদ্রোহ ঘোষণা করছে, সমাজ বদলানোর প্রত্যয়ে,

তারপর কি কান্ড!
তার এইডস এর অসুস্থতায় তো তুমিও ভয় পেলে !
নিরাপদ শয্যা, নিরাপদ জীবন
প্রসঙ্গে!

কবিতা তোমায় চেনায় কি?
মাছি, অথবা টিকটিকি ? নাকি মশা-ও?

উড়ন্ত বিমানের প্রপেলারের শব্দ থামিয়ে
ফিরে আসা দৃষ্টি কেবলই কুড়োয়,

বেড়ালটা অনাহারী, আর মাছি ভনভন
তার কাব্য আখ্যান ,
তোমারি এককালীন কমলার ব্রাত্যে!