ইচ্ছে তুমি চোখের পাতায় থাকবে ভাবনা জুড়ে
সেই ইচ্ছে রবে ইচ্ছেপুরের পাতার বাঁশির সুরে |
ভোরের আলোয় , সফেদ বরন মেঘের সুনীল আকাশ
খুঁজি, অনেক আগের ইচ্ছেগুলির ভুলতে থাকা সাহস |
থেকো তুমি
থেকো চোখে ...........
থেকো তুমি
থেকো বুকে ...........
দীঘির বুকে তারার আলো, জোনাক বাতি জ্বলে
সকল শান্ত ইচ্ছে থাকে চুপচাপ সেই জলে |