জাফলং বেড়াতে যাবো, আরো একবার
বর্ণবিহীন জলের মাঝে জমা জলের ছিদ্রান্বেষণে দায় কম।
সেখানে আশা করি কেবল নেটওয়ার্কের ভীড়ও এখনো কম।
জমা বৃষ্টির জলে গাদ জমেনা , মানস দর্পনে চূর্ণ বিচূর্ণ প্রস্তরাঘাতে।
এখানে মুক্তমঞ্চ বাংলাদেশের , আর অদ্ভুতুড়ে সব বাংলাদেশী অনুজপ্রতিমদের
যাদের , ভ্রাতা এসো, বলবার আগেই, উন্মুক্ত হয় LAN , IP ইত্যাদি অত্যাধুনিক পরিভাষা
যারা , ঠিক কোনোদিন বাংলাদেশী স্বরবর্ণে খাপ খায়নি, ব্যঞ্জনবর্ণে তো প্রশ্নই ওঠেনা!
তুমি পটলচেরা চোখে তাকালে। আপাদমস্তক।
তুমি পুরোনো গাড়ী দেখেছো ? ধোঁয়া ছাড়বার পরীক্ষায় যারা অকৃতকার্য হয় ?
তারাও পটল তোলে, বহুবার, বহুবিধভাবে! টায়ার টুটোফাটা, প্রেস্টিজ প্রাসঙ্গিকতায়ও!
লাথি মেরে সাদা বেল্টের যুগ এটা,
এখানে বাইবেল , আর বিবেক এর প্রাসঙ্গিক আনন্দ টানলে
বিবেক তো মুষড়িয়ে পড়ে, অন্তত চেনা কানে তাই ঠেকে ,
ঠিক যেন মার্টিনের আন্তযোগ, সন্তাপে , মনে হয় কৈ যাই !
বিশেষ প্রচারণায় আবার ঢেউটিন !
আরো বলো? রুপা গেঞ্জী, আরাম লুঙ্গী , কদুর তৈল , বলে ফেলো না হয়!
না ,না, তোমার দৌড় জানি, কেশে আর কত শেকে ?
ওটা জংশন প্রশ্নে নিজেও সানগ্লাস ছাড়া চেনেনি, তার আর প্রভাত !
তবে কি বাকী থাকে?
এখনো তাও জানো না? জলযোগে হৃদয়হরণ পিঠে , যুগান্তরী !
সকল পানের আহার বিহার প্রশ্নে একমাত্র ,
...
আমি ভালো বাসি
আপনি?