"তুমি কিচ্ছু জানোনা !
তুমি গিয়ে ক্লাস টু তে ভর্তি হও !"
কঠিন তোমার বাণী |
তখন মনে হয় , হয়তো তাই |
তুমি খুব সহজ পাত্র নও |
আমার হাত ছাড়িয়ে নিয়ে যখন
এক ছুটে পেরিয়ে যাও নাগালের সীমা
তখন মনে হয় , হয়তো তাই |
তারপর...
কাঁদতে থাকা চোখের জলে
অনেক খানি ভিজিয়ে নিলে
শান্ত স্বরের সেই তোমাতে ধায়
আকুল পানা ছোট্ট হাতের আদরের সায় |
তখন মনে হয় , হয়তো জীবনটাই তাই |