তুমি বাস্তবতার মোড়ক খোলো পেঁয়াজের খোসার মতো
হয়তো দেখতে চাও বা দেখাতে চাও |
তবে তো বলতেই হয় , সকল কল্পনা আর বাস্তবের মিশেলে
প্রচন্ড রকম দর কষাকষি , হয়তো সত্যি |
অথচ পৃথিবীটা হাতের মুঠোয় পেতাম , যদি রোদের ভেতর
ঘাসের ওপরে দেখতে পেতাম একটা আশ্চর্য সুন্দর হলদে প্রজাপতি !