তোমাকে বলতে না পারার আগে
বুকের ভেতর চাপা কষ্টগুলো জমে থাকতো
রাশি রাশি পেঁজা তুলোর টুকরো মেঘের মতন |
মেঘগুলো তেমনি আছে
শুধু আশ্চর্যজনক ভাবে আমি এখন দেখি
কখনো সারে সার হাওয়াই মিঠাই স্বপ্ন ওড়ে, তোমাকে ছাড়াই !
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.