মেঘের ফাঁকে আলোর খেলা
আকাশ ভরা মেঘের ভেলা
হাসতে থাকে , ভাসতে থাকে কায়া
ভুলতে বসা পুরোন স্মৃতির মায়া
সুগন্ধি সে চুলের কাঁটার, তেলের বোতল শিশির
আবছা কোণে চেয়ে থাকা সুদূর পানের নিশির
ভিড় করেছে মনের আকাশ পানে
গুনগুনে সুর ভাঁজছে নতুন গানে |