তোমার রংটা ঘোলাটে ধূসর, জীর্ণ,শীর্ণ, কষ্ট ক্লান্ত
তোমার ভেতর খুঁজতে গেলে কেবলই দেখতে পাই
তুমি প্রচণ্ড ভাবে সাদা আর কালোর বিশ্বাসে স্থিত
তোমার বিবর্ণ হয়ে যাওয়া পাংশুটে সে রং গৌণ ,
তা গৌণ রেখে আমায় সাদায় রাখো, কালোয় দেখো |
আর আমি পেঁজা তুলোর মতো ইচ্ছে গুলো ফুঁ দিয়ে সরাই
তাড়িয়ে দেই, সরিয়ে দেই , ছড়িয়ে দেই চতুর্দিকে বারে বার
কারণ শুধু একটিই ,
এক অনতিক্রম্য ব্যবধানের ওপার হতে তোমায় আর ছুঁতে পারিনি
বলতে পারিনি, সাদা আর কালোর বাইরে কিছু পেলে কি , তবে ?