নিয়ম কি?
যা তুমি মানোনা |
আর তুমি ?
আমার জন্য নিয়ম নেই | আমি নিয়মের প্রবক্তা |
তাকে বুঝি নিয়ম মানতে নেই ?
খালি কুট তর্ক ! অত্যন্ত বাজে তর্কবাগীশ স্বভাব !
তর্ক কি ?
যা তুমি করছো !
আর তুমি ?
............

গল্পটা অন্যরকম হতে পারে |
একেবারে অন্য এক রকম ...
ঠিক যেন চায়ের মত ,
অথবা ঠিক কফির মত ,
অথবা ....
রাজকন্যার নুনের ভালোবাসার মত |