ছড়ায় ছড়ায় কই
একটা ছবির বই ,
ছন্দ লয়ে টপকে
যায় মরমে ছলকে |
রুই কাতলা সরে
পুঁটি মাছেই নড়ে ,
মনের দুঃখ বলে
খলবলে সে জলে |
'আমি তোমার নিদ
শোনো হে কথা-কোবিদ
বাস্তবতা যখন হামলে
চকিতে নেবে সামলে |
কাজলা দিদির বোনাই
শেখায় যদি গাঁজাই….
শুনবেনা তুমি আর
কাজ-লা দি-দি র ভার | '
তাই ভাবছি আজ
মাথায় পড়ছে বাজ !
বাঁশেই যদি ধরে
বাঁশ-বাগানের পরে ,
সহজ সত্য সহ
মনেরে আজ কহ ...
গোল থালাতে চাঁদ
বিষম ফুর্তি ফাঁদ !