ঘুমের অনেক রকমফের আছে,
নিঃসঙ্গতার ঘুম,বিষন্নতার ঘুম,
চাঁদের বুড়ি, ঘুমের পাড়ি
জীবন সফেদ আলোর শাড়ী।
তবে, যা থাকেনা তা হলো
পেরিয়ে যাওয়া মুহূর্তের ছাপ
ক্লান্ত ঘুমের নিশানা অব্যর্থ হলেও
ঘুমের প্রয়োজন কখনো নিতান্তই আপেক্ষিক,
ঘুমের প্রয়োজন, প্রয়োজনের ঘুমে।
শিশুদের ঘুমের ভিতর জীবন কাটে
গভীর , প্রচ্ছন্ন শ্বাস প্রশ্বাসে ,
বড় হতে থাকা এই শরীর আমার
ভুলে গেছে আমরণ মৃত্যুর সনদ
বাঁচবার প্রয়োজনে ,
ভুলে গেছে গভীরভাবে নিঃশ্বাস নিতেও
বাঁচবার নামই - ঝকমারি, রকমফের হররোজ।
কেন বল তো স্রষ্টা ঘুমোতে দিলেন মানুষকে?
জাগ্রত প্রহরেই তার সবচাইতে ভ্রান্তি ঘটে , বলে তাই ?