কচি মুখের প্রথম বোল
টাপুর টুপুর বৃষ্টি জল ,
সদ্য ফোঁটা বেলীর নাচন
জলে ভেজা পাখির মতন |
ফিরছে বাড়ী দুই বিনুনী
দীঘল ছায়াও বলছে চিনি |
বলছে ধীরে মেঠো পথের বীণ
ফুটছে সহজ কোনো সুরের দিন |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.