"আপনি বলেছিলেন...."
"ঠিক কোন কথাটি?"
"আমি হেঁটে চলে যাই জীবনের বিস্তীর্ণ রেখা ধরে , বহু...বহুদূর |"
"বলেছিলাম নাকি ? হবে বোধহয় !"
ক্লান্তি কি ভীষণ ! জীবনযাপনের অনিবার্য শত্রু |
তাঁর বলিরেখাময় মুখে ক্লান্তির কি ভয়াবহ , ভয়ঙ্কর সুগভীর ছাপ !
কণ্ঠস্বরও কিছুটা ম্লান, যে কণ্ঠস্বর আজও কবিতাকে জাগ্রত করে |
ধুলোমাখা পথ পথিকের পায়ের চিহ্ন ধরে রাখেনা, রাখেনি কখনো , ধাতে নেই মোটে |
তবু দিনশেষে দিনান্তের সোনার আভা যখন আকাশটাকে ভরিয়ে তোলে তার অদ্ভুত মায়ায়
কোন এক ভুলের মুহূর্তে আবারো মনে পড়ে , অকারণেই
"আমি হেঁটে চলে যাই জীবনের বিস্তীর্ণ রেখা ধরে , বহু... বহুদূর |"