উৎসর্গ : আমার দাদী জাকিয়া খাতুন, যিনি মানসিক ভাবে অসুস্থ হওয়া সত্বেও আমার বাবার ছিলেন।
সহজসাধ্য হবে না তা, ভাববে তুমি খাপছাড়া তা
যখন ভাবে প্রকাশি তায় , কেমনে আমি তোমায় বাসি
কেমনে তোমায় যাচি আমি তাই , তোমার ভালোয়, সবশেষে তায়।
বিশ্বাসে সেথা না পাও আমায়, যা দেখো তা অনেক আগের কোনো ষোড়শীতে রায়।
যদিও লতিয়ে নবম তাহার
সৃষ্টি কালের ষষ্ঠী এবং সপ্তমীতে তার
ঘটি আবশ্যিক , গড্ডালিকা সে সুয়ো বচনে নান্দনিক এক তটিনী তার
মা তোর পদতলে বিছিয়ে দিনু এ মাথালে সে সুরভার, অক্ষমে মা
গৃহের দেয়াল জানালা তার , তাকিয়েছিনু বহির্মুখী, অসূর্যম্পশ্যা, সত্য যাহা
স্বাধীনতার ঈপ্সা লয়ে , সকল লয়ে প্রয়াসে মোর খেলে সেথা, সর্বস্বত্ব সর্বংসহা
কিছুই সেথা ভোলায় না মা, ভেতর আমার
আকাংখী নই কোনো কিছুর , নই যে সেথায়
অশ্রু শোকে কাঁদবে না সেথা আমায় নিয়ে, দেশজ আমার!
সত্য যা সে , কখনো আমি ত্যাগে সেথা কল্পনাতেও ভাবিনি তোমায়, বিচ্ছেদেতে
আমার সকল রুদ্রকালের হল্কা লয়ে, উড়নচন্ডী উল্কা প্রহর, ক্ষিপ্ত ত্রিকাল
শপথ সাথে অটুট সেথা রেখেছি মা,
থেকোনা দূরে রুদ্রমূর্তি , তান্ডবে তা
আর নাম যশ তা, নামী দামী সুখ্যাতিতে ভাগ্য লয়ে , চাইনি তো তা, মিছেই হেথা
যদিও হেথা , গোলকধাঁধার বিশ্বে সেথা, বোধে সেথা আমায় লয়ে, কাম্য আমার ছিল সেথা , সেই সবেতে
কুহেলিকা তা, যাচনা লয়ে সাধনযোগ্য উৎপ্রেক্ষা নয় তো সে নয়
উত্তরে তা জানায় হেথা সকল লয়ে সর্বদা তার হৃদপিণ্ডের স্বরে সুরে
বাসি তোমায়, প্রত্যাশী তুমি বাসবে আমায়।
অশ্রু শোকে কাঁদবে না সেথা আমায় নিয়ে, দেশজ আমার!
অশ্রু শোকে কাঁদবে না সেথা আমায় নিয়ে, দেশজ আমার!
সত্য যা সে , কখনো আমি ত্যাগে সেথা কল্পনাতেও ভাবিনি তোমায়, বিচ্ছেদেতে
আমার সকল রুদ্রকালের হল্কা লয়ে, উড়নচন্ডী উল্কা প্রহর, ক্ষিপ্ত ত্রিকাল
শপথ সাথে অটুট সেথা রেখেছি মা,
থেকোনা দূরে রুদ্রমূর্তি , তান্ডবে তা
আর নাম যশ তা, নামী দামী সুখ্যাতিতে ভাগ্য লয়ে , চাইনি তো তা, মিছেই হেথা
যদিও হেথা , গোলকধাঁধার বিশ্বে সেথা, বোধে সেথা আমায় লয়ে, কাম্য আমার ছিল সেথা , সেই সবেতে
কুহেলিকা তা, যাচনা লয়ে সাধনযোগ্য উৎপ্রেক্ষা নয় তো সে নয়
উত্তরে তা জানায় হেথা সকল লয়ে সর্বদা তার হৃদপিণ্ডের স্বরে সুরে
বাসি তোমায়, প্রত্যাশী তুমি বাসবে আমায়।
বকে গেলাম অনর্থক সে, খুব কি এসে ?
এর চাইতে আর কি বেশী , ভাববো বসে , তোমায় নিয়ে ভালোবাসায় ?
বাস্তবেতে জাগিয়ে তুলে সত্তাতে সে হেরো আমায় , হেথায় তোমার সে বাস্তবতায়
জানবে সেথা সত্য সকল, সর্বগ্রাসী।
It won't be easy, you'll think it strange
When I try to explain how I feel
That I still need your love after all that I've done
You won't believe me, all you will see is a girl you once knew
Although she's dressed up to the nines
At sixes and sevens with you
I had to let it happen, I had to change
Couldn't stay all my life down at heel
Looking out of the window, staying out of the sun
So I chose freedom, running around trying everything new
But nothing impressed me at all
I never expected it to
Don't cry for me, Argentina
The truth is, I never left you
All through my wild days, my mad existence
I kept my promise
Don't keep your distance
And as for fortune, and as for fame
I never invited them in
Though it seemed to the world they were all I desired
They are illusions, they're not the solutions they promised to be
The answer was here all the time
I love you, and hope you love me
Don't cry for me, Argentina
Don't cry for me, Argentina
The truth is, I never left you
All through my wild days, my mad existence
I kept my promise
Don't keep your distance
Don't cry for me, Argentina
The truth is, I never left you
All through my wild days, my mad existence
I kept my promise
Don't keep your distance
Have I said too much?
There's nothing more I can think of to say to you
But all you have to do is look at me to know
That every word is true
Source: Musixmatch