একটা প্যাকেট, পোশাকের , সুন্দর , অভিনব
নামটিও বেশ, ফেইথ ম্যাচিং সেন্টার , অপূর্ব !
লাল, কালো গোলাপী রং গুলি খেলছে সেখানে নিয়ত
শূন্যতার রং কি গাঢ়, না হালকা, কখনো জিজ্ঞেস করা হয়নি |
তোমার সাথে কোথাও কি দেখা হবে আবার ?
দেখা হওয়াটাই বাঞ্ছনীয় , জীবনের প্রয়োজনে
তোমার সাথে এর বাইরে কখনো দেখা হবে কি?
যে দেখা মূলত ব্যক্তিগত, ব্যক্তির প্রয়োজনে |
তুমি ছেঁটে ফেলছো সময় , নির্লিপ্ত মীমাংসায়, অনিচ্ছায়
তুমি দৈনন্দিনকে মুঠোয় সরিয়ে রাখছো , নিজস্ব কারণে
তুমি আর শ্রদ্ধাশীল নও, কিছুতেই কিছু এসে যায় না আর
আমি তাকিয়ে দেখি তোমায়, বৃত্তাবদ্ধ বন্দী তোমার বলয়ে |
আমি ফেইথ ম্যাচিং সেন্টারের খোলসটি ভাঁজ করি, গুছিয়ে রাখি
আর ভাবতে থাকি, মানুষের সাথে মানুষের দেখা আদৌ হয় কি,কোনদিন?