বাংলাদেশের হৃদয় হতে, আজ,
জাগতে পারে এক প্রবল আবেগী
সম্ভাবনার সূর্যোদয়।
কানাঘুষো শুনছি প্রবল, সত্য পথে ,
ঘুঁটে কুড়ানির গূঢ়চেতনায়
অবাক করা বোধোদয়।
মোর আছে শুধু পথের দিশা,
পাথেয় পথ ,
পৌনঃপুনিক সেই অনন্ত পথেরই কথকতায়
হারবো না আর, জয়পরাজয় বুঝতে গিয়ে ,
যুঝতে গিয়ে অনন্ত জলিলে, ঘোর চন্দ্রিমায়।
কনটেন্ট আর থিম ,
মুশকিল আসানে দিস্তা রীম ,
জোর হাইপোথেটিক্যাল ফিলোসফি
বেঁচে থাকা হলো দায় ,
অজুহাতে রাখা ওযু দোয়া-দায় ,
কলির রাধা তোলে যে সেলফি।