টেবিলের ধার ধরে ধরে যে শিশুটি
উঠে দাঁড়াতে চায়
সে শিশুটি আতিথেয়তার যোগ্য
ছড়িয়ে থাকা খাবার খুঁটে নিয়ে
খাবার মত যোগ্য

মহাকাল দোর খুললেন
আমি কবির মধ্যে দেখলাম অপরিসীম শূন্যতা
আমি কবিতার মধ্যে লালিত স্বপ্নের আভাস
পেলাম শুধুমাত্র

কবিতা
সারা জীবন ধরে জ্বালিয়ে পুড়িয়ে যা নিঃশেষে রেখে যায় কিছু সম্ভাবনা মাত্র

গর্ভকালীন ব্যাথাবোধে
হাতল ধরে দাঁড়িয়ে থাকা পিতার কণ্ঠস্বর
তার অনুভব, না থাকা অনুচ্চ উক্তি

তাকে বলতে থাকা ক্রমাগত নিজের ভেতর
বাড়ি ফেরো এখনই সময়

কাঠবেড়ালীর জার্মান প্রতিশব্দ
ওয়াশপে কি ছিল?