আমি মরে যাচ্ছি |
আমি মরে যাচ্ছি খন্ড খন্ড হয়ে ,
আমি মরে যাচ্ছি সমগ্র ভাবে |
আমি মরে যাচ্ছি সংকলনে ,
আমি মরে যাচ্ছি, মলাটের ভেতর, অক্ষরের ভেতর |
লেখক সম্ভবত অসুস্থ, কদিন ধরে
কোনো অক্ষর অশ্রুপাত করেনি আমার ভেতর
আমি মরে যাচ্ছি তার অবর্তমানেও |
আমি মরে যাচ্ছি কোনো একটা হিমশীতল সম্ভাবনার উপসর্গে |