"আপনি লেখাটা ছেড়ে দিন," কণ্ঠটি সংযত, শান্ত ছিল |
ছেড়ে দেব ? কি হয় লিখে ? ধরে তো রাখিনি যে ছেড়ে দেব !
এখানে প্রশান্ত আকাশের নীচে প্রচুর দীর্ঘকায় বৃক্ষরাজি
নীলাভ আকাশ, মেঘদল ভেসে যায় দূর থেকে বহুদূরে |
আমি ছেড়ে দিয়েছি
আমাকে |
আমি লেখা ছেড়ে দিতে পারিনি
অথবা
ছেড়ে যেতে পারিনি |