একলা একলা দিন
একলা একলা রাত
মন্দ নয় এক দিক দিয়ে
অনেকেই তো একাই বাঁচে , তাই না ?
হঠাৎ একটা অপ্রত্যাশিত ফোন কল
একজন প্রাক্তন প্রতিবেশী , বয়স্ক
খোঁজ খবর নিচ্ছেন আমার
হঠাৎ অপ্রত্যাশিতভাবে চোখে জল এলে
ঠিক করে বলুন তো কেমন লাগে?
ভালো আছি বলতে চাওয়া আর ভালো থাকার মধ্যে
হয়তো পূর্ব পশ্চিমের মধ্যবর্তী দূরত্বের মতোই ব্যবধান |
ভালো আছি বলতে চাই তবু প্রানপনে, তাঁকে অথবা তাঁর মধ্যে নিজেকে |