যেখানে সীমান্তে ছুঁয়ে যায় নদী
শান্ত , টলটলে জলের ধারায় ...
সেখানে পাহাড়ের বুকে মমতায় ভাষে
সবুজাভ রঙের গাঢ় দিন রাত্রি
এখনো |