রবীন্দ্রনাথ লিখেছিলেন "জল পড়ে, পাতা নড়ে "|

বিশাল জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে কথাটা হয়তো মনে হয়না , কারণ তা গোপন, গভীরতম অনুভূতির এক প্রকাশ | তবে কবিতার অনুভূতি চিরন্তন, আছে এবং থাকবে আবহমানকাল ধরে |

বাংলা কবিতা  পরিবারের সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা | কবি মাত্রই কবিতায় বিশিষ্ট , এটি এই দিনে আপাতত মুলতবী থাক | সকলে ভালো থাকুন , সুস্থ থাকুন, থাকুন নিরাপদে |

ঈদ মুবারক |