কবিতা :বেশিদূর হাঁটতে পারিনি আর
বেশিদূর হাঁটতে পারিনি আর
শীতের অস্পষ্ট চাদরের ভেতর |
রোদের কুহেলিকা আছে ,নেই
মায়াঘন রোদেলা ঝাঁজ সেই |
চেয়েছিলাম সে কোন বিভ্রমে ?
খেয়াল খুশির সে কোন বিক্রমে ?
বেশিদূর হাঁটতে পারিনি আর
বিপ্রতীপ সে সত্যের ভেতর |
কবিতা :প্রাচীন একটা গাছের শাখায়
প্রাচীন একটা গাছের শাখায় রোদ এসে রোজ খেলে
মৃদুমন্দ মলয় সমীরে মর্মর তান তোলে
গাছটা পুরোন দিনের কথা বলে যায় অবিরত
ভুলে যাই ব্যথা, নিত্যদিনের প্রবঞ্চনার ক্ষত |
দ্বীনী মনের ভাবনা বলিছে প্রকৃতি শোকরগোজার
নিত্য পান্থ কহিছে শান্ত হরফে সে নাম আল্লাহর |
অসুখী মনের ধোঁয়াশা তবুও ক্রমাগত বলে যায়
গাছ তবে কি আরবী কথার ? বাংলায় বোঝা দায়?
প্রবহ সময় নিয়ত কহিছে আল্লাহ পাকের গুন্
বৃক্ষ তোমার ফলে পরিচয় , কর্মেরই যত তুন |
বেঁধাতে পারো বক্ষে শেলের তীব্র আঘাত মানি
কোমল বচনে ভরাতেও পারো শূন্য হৃদয়খানি |