মানুষ চেনা শক্ত বড়
এই যে দুনিয়ায় ,
যারে আপন করে বাসি
দূরবীনে সে হারায় |
এতো কাছে , তবু দূরে ,
দূরবীনেরই খেলা
কাছে দূরের সকল খেলায়
কাটে সারা বেলা |
আপন আচার, আপন বিধি
আপন নিয়ে মত্ত ,
ঘোরায় ফেরায় দূরবীনে সে
শেখায় মোহন সত্য |
আলোচনা | ০৮৯।দূরবীনে মানুষ-Tamanna Ferdous, নিয়ে আলোচনা | সরদার আরিফ উদ্দিন |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.