শিশু শব্দ সাজিয়ে খেললে যা হয় তাতে প্রীতি জাগে
মৌলিকত্ব হারাবার ভয় থাকে কবিতাকে সাজাতে গেলেই !
ওটা কবিদের একচেটিয়া অধিকার, যারা স্বনামধন্য
অকবিদের জন্য ওটা কোনো নাম ধাম মাত্রই
যা অর্থ বোধক কোনো ক্রিয়া হয়ে ওঠেনা কখনো |
সকাল বিকেল হাঁটার প্রেসক্রিপ্শন আসে নিয়মিত ....
সকালে রাতে বড়ি গুলি, ঠিকমতো চলছে তো ?
শুধু দেখি , হাঁটা নয় , মানুষ রীতিমতো দৌড়োয়
যাঁতাকলের নুন যখন একদম ঠিক বেঠিকের সীমায়
উদ্ভ্রান্ত সে দৌড় এক শুধু পার্থিব ভ্রান্তির ধাঁধায় !