উত্তাল সমুদ্রের গর্জনের মধ্যে
একলা হতে হতে
তোমার কথা মনে পড়ে অবশেষে |
পুড়ে পুড়ে ছাই হয়ে যেতে যেতে
জীবনের কথা মনে পড়ে
ধূমকেতু, তুমি নক্ষত্র হতে পারোনি |
তবু তোমার কথা মনে পড়ে |
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.