সাদা কাগজ , তোমার বুকে বয় কত আকুলতা
বহতা নদীর কত শত জমে থাকা পলি মাখা কথা |
যা ছিল, যা থেকে নেই ,যা চলে যায় নিরন্তর স্রোতে
ধীরে ধীরে সাদা হয়ে যায় সব , এক সু কঠিন ব্রতে |
সব ভুলে কোষ গুলো বুনে যায়, বুনে যায় অচেনায়
যা নেই তাও ভোলো, সব ভোলো , বলে সেই রচনায় |