"খবরের কলামে আজ ফলাও করে একটা খবর ছেপেছে, দেখেছো?"
"দেখেছি, সেই অভিনেতার মৃত্যু, তাইতো?"
"শুধু মৃত্যু হলে তো কথা ছিলোনা, শ্যূটিং স্পটে আচমকা হার্ট এটাক!
ভাবা যায় !"
"যাবেনা কেন? অভিনেতারা তো আফটার অল সকলেই মানুষ মাত্র , তাইনা?"
"হ্যাঁ , খুব সত্যি কথা ! তবু যে অভিনেতা, আগুনে মরেনা , জলে ডোবেনা,
তার মৃত্যু!"
"ওসব পর্দার জগতের কারসাজি।  কতরাজ্যের ওষুধ খেতে হয় তাদেরও ,
তা জানো?"
"হ্যাঁ , তা আর বলতে !
অন্তঃপুরচারিণী হৃদয়ের জ্ঞান নখদর্পনে না রাখলে  তাদেরও কি চলে?"
"থাক, খুব হয়েছে, ছেড়ে দাও সেসব কথা !
এসো , যারা এখনো বেঁচে আছে, তাদের কথা বলি।"
"বেঁচে থাকা জীবন না মরা পর্যন্ত কদর পায়না, তা কি জানো?
তোমার সংসারে খেটে খেটে ...."
"থাক, আর কথা বাড়িয়ে লাভ নেই তাহলে।
কবিতার ভাষায় বলি, ওগো প্রানেশ্বরী, ওগো আমার..."
"একটু তেল আর চাল নিয়ে এসো তো মোড়ের দোকান থেকে !
ভাবছি, পোলাও রাঁধবো।"
"সেকি ! বৃষ্টি পড়ছে যে মুষলধারে !
এর মধ্যে যাবো কিভাবে? ছাতা টাও তো খুইয়ে এলে সেদিন !"
"বুঝলাম।  
আজ তোমার পর্দার জগতের মানুষটাকেও শুধাও,
বলি সেও কি মরলো, এই বৃষ্টিতে ?"
"উফ! ঠিক যেন বাঘিনীর সাথে বসবাস !
ঠিক আছে যাচ্ছি।  তেল আর নুন, তাই তো ?"
"ঠিক তাই।  বললাম চাল, শুনছিলে নুন।  
কানের ডাক্তারকেও ওবেলা দেখিয়ে এসো , ঠিক আছে ?"

অগত্যা জীবন ! কি আর বলা যায় !
অতঃপর উহারা সুখে দিনাতিপাত করিতে লাগিল।