আমি স্বীকার করছি, আমি কিছু জানিনা,
একদম কিছুনা ,আমি বকলম , নির্ভেজাল নিরামিষাশী
আমি খুব ভয় পাই, হঠাৎ , হঠাৎ কোথাও আর্তনাদ,
আমাকে ভাবিয়ে তোলে, ক্ষেপিয়ে তোলে।
তোমার সফেদ শাড়ীর আবছায়াতে দাঁড়িয়ে থেকেও অষ্টপ্রহর
তোমার চুলের প্রসাধনী, সবজে রঙা, কেয়ো কার্পিন বোতলটাতে, অনেক ঘ্রানে
আমায় তোমায় চেনেনি মা, আবছায়া মন, আলোক শরীর, তবু চাঁদের গ্রহণ জাগে
কেন তুমি আমায় বলো, বলতে থাকো, হাজার হাজার লোকের ভীড়ে ,
চাঁদের আলোর ঘোর লাগা সেই ফুলকারীতে আমিই বা কে ?
আমিই তোমায় হারিয়ে ফেলি, পারতে গিয়ে , মুছতে থাকি, আব্ছায়াতে ,
তোমার অনেক যত্ন নিও, মোমের শরীর গলতে থাকে, ঢালতে থাকে, দুগ্ধবরণ শশীর আলো
অষ্টপ্রহর তোমায় ভেবেও তোমায় পাবো, তোমায় সবো, জানিয়ে যেও, জানিয়ে যেও, জানিয়ে যেও।