আজও বুঝি, অনেক কিছু বলবার ছিল,
চলে যাওয়া এক নিঃশব্দ মুহূর্তের ভেতর
যেমন অনেক মুহূর্তই মেশে নোনা জলে,
নির্বিশেষে সাধনের আকাঙ্খাই প্রিয়তর।
আমি জানিনি দিগন্তে অস্তগামী রবির আভা
তোমার খোলা চুলে কেমনভাবে খেলা করে।
ভাবিনি স্পষ্ট করে,ধাবমান তোমার উত্তাল চেনাসুরে
শ্যামল ক্ষেত জুড়ে প্রবল ঝোড়ো হাওয়ার উড়োসুরে
মৃত কোনো ভাষ্যে কেঁপে ওঠে ঘুমন্ত চোখের পাপড়ি,
আর পুরোনো বন্ধ দরজায় টোকা দেয় বহিরাগত ভুবন
জানা হয়নি আজও কেন সেই অমোচনীয় অদ্ভুত পাপ,
ধারাপাতে, প্রতি পলে অসংশোধনীয় বহমান এ জীবন।
সেপ্টেম্বর ২২ , ২০২১