চলে গেছে নিঃশব্দে কোনো এক কাল
অতীতের কথা সেই ...
মুখরিত কোলাহল , ব্যস্ত সময়ের ভীড়
কম্পাসের কাঁটাটির পূর্বকালে ,
যে জীবন শুরু কোনো এক ক্রান্তিকালেই
প্রাণে, স্পন্দনে, আনন্দে, লাবণ্যে |
শিশুমুখ দেখি ক্রমাগত, অন্তঃস্থলের বাণী
যদি নাই চিনি তারে, তবুও,
বাস করে সাধ চিনবার, সাধ্যের অতীত
ছায়া তার বাস করে হৃদয়ে তোমার ....
ক্ষণিকের আস্ফালন, ক্ষণিকের জোর
কি সাধ্য টেনে নেয় বুকের পাঁজর !
অনেক কাল পরে এসে যদি কেউ
অট্টহাস্যে বিদীর্ণ করে ক্ষণ....
ভুলের মাশুল দিতে হবে , বোধ হয়
চূড়ান্ত ভুল বুঝি , বিরুদ্ধ সময় ?
তবু চেনা সুর , ঝরা পাতার মর্মর
শুকিয়ে যাওয়া কোনো এক অক্ষর |